শ্রীলেখা মিত্রের অভিযোগের প্রতিক্রিয়ায় কি বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অশোক ধানুকা?

‘টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটে স্বজনপোষণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে শ্রীলেখা মিত্র যে অভিযোগ করেছেন তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

June 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটে স্বজনপোষণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে শ্রীলেখা মিত্র যে অভিযোগ করেছেন তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও এক্ষেত্রে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চাননা বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ খুলেছেন প্রযোজক অশোক ধানুকাও।

শুধুমাত্র প্রসেনজিৎ-এর সঙ্গে জুটি বেঁধেই কাজের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ২০০১ -১০১৫ সাল পর্যন্ত প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির আর কোনও ছবি হয়নি। তারপরেও তিনি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ছবি করে টিকিয়ে রাখতে পেরেছেন জানান ঋতুপর্ণা সেনগুপ্ত।

শ্রীলেখা মিত্রের অভিযোগ নিয়ে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অশোক ধানুকা?

এদিকে ‘অন্নদাতা’ ছবি নিয়ে শ্রীলেখা যে অভিযোগ করেছেন, সে প্রসঙ্গে Zee24 Ghanta-তে মুখ খোলেন প্রযোজক অশোক ধানুকা। তাঁর কথায়, ”আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রথম ফোন করেছিলাম ‘অন্নাদাতা’ ছবির জন্য। তবে ঋতুপর্ণা সেসময় আমেরিকাতে ছিলেন, তাই আমি শ্রীলেখা মিত্রকে নিয়েছিলাম। তবে সেসময় যাঁদের দেখতে মানুষ চাইত, তাঁদেরকেই সাধারণত সিনেমায় কাস্ট করা হত। আর শ্রীলেখা ‘অন্নদাতা’র আগে কোনও ছবিতে নায়িকা হননি। তাই আমি শ্রীলেখার উপর ভরসা করতে পারিনি। আসলে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটির ছবি চলত, তাই এই জুটিকে নেওয়া হত। বুম্বাদা কোনওদিনই এনাকে নিতে হবে, ওনাকে নিতে হবে বলে ঠিক করে দেননি।”

তবে শ্রীলেখার অভিযোগ নিয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চাননা বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen