গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর

May 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, আপডেট ১৪.৪০ : : অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গ্রেফতার হলেন হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদ। মহিলা অফিসারদের অপমান ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। অশোকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক আলি খান মাহমুদাবাদ।বাড়ি লখনৌয়ে। আজ দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এক ফেসবুক পোস্টে অধ্যাপকলেখেন: ‘অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভাল বিষয়। তবে তাঁরা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার মুসলিম নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তা হলে সেটাই প্রকৃত দেশপ্রেম হবে।এই ধরনের জাতীয় ব্রিফিং শুধু বাহ্যিক শোভা বা ‘অপটিক্স’, যা আসলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়।’

এরপর হরিয়ানা রাজ্য মহিলা কমিশন বিষয়টির তদন্তে নেমে অধ্যাপককে নোটিশ পাঠায়। তাঁদের দাবি, এই মন্তব্য শুধু ভারতীয় সেনার মহিলা অফিসারদের অবমাননাই করেনি, পাশাপাশি এটি সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর মতো উস্কানিমূলক মন্তব্য।

তবে অশোকা বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আমাদের অধ্যাপক মাহমুদাবাদকে আজ সকালে পুলিশ গ্রেফতার করেছে। আমরা বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি এবং পুলিশ ও প্রশাসনের সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’

উল্লেখ্য, দিনকয়েক আগেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ কুরুচিকর মন্তব্য করেন কর্নেল সোফিয়াকে নিয়ে, এ বিষয়ে গ্রেফতার তো দূর, এই নিয়ে একটা কথাও খরচ করেননি বিজেপি নেতারা।

অধ্যাপকের এই গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইতিহাসবিদ ও লেখক রামচন্দ্র গুহ। তিনি এক্স হ্যান্ডেলে এই বিষয়টি পোস্ট করে লেখেন, ‘মাদার অফ ডেমোক্র্যাসি।’ অর্থাৎ, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের বিপন্নতার কথাই বলতে চেয়েছেন তিনি।

গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদ। তাঁর আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়েছে আদালত। আগামী মঙ্গলবার বা বুধবার, তাঁর আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। এদিন অধ্যাপকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen