দিল্লির অভিজাত এলাকার আশ্রমের প্রধানের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, পলাতক অভিযুক্ত ধর্মগুরু

September 24, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৬: একাধিক মহিলা শিক্ষার্থী যৌন হেনস্থার অভিযোগ আনলেন দিল্লির বসন্ত কুঞ্জের এক বিখ্যাত আশ্রমের প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর (প্রাক্তন স্বামী পার্থসরথী) বিরুদ্ধে। এনিয়ে মুখ খুলেছেন অন্তত ১৭ জন নির্যাতিতা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের হয়েছে এফআইআর। বিপদ বুঝে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ধর্মগুরু চৈত্যনানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথী। তিনি বর্তমানে কোথায়? পুলিশ জানিয়েছেন, শেষবার আগ্রায় স্বামী চৈত্যনানন্দের অবস্থান জানা গিয়েছে। যে আশ্রমে মহিলাদের যৌন হেনস্থার ঘটনা ঘটেছে সেটি ঐতিহ্যবাহী শ্রী শ্রীঙ্গেরী মঠের অন্তর্গত। অভিযুক্ত স্বামী চৈত্যনানন্দকে দিল্লির আশ্রমের ডিরেক্টর পদ থেকে সরিয়ে দিয়েছে তারা।

 

শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন স্বামী চৈতন্যানন্দ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যেসব শিক্ষার্থী পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (PGDM) কোর্স করছিলেন এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EWS) স্কলারশিপে ছিলেন। তাঁদের ব্যক্তিগতভাবে ডেকে খারাপ কথা বলা, অশ্লীল মেসেজ পাঠানো, কুমন্তব্য করা ও কটূক্তি ছিল চৈতনানন্দের নিত্যদিনের কাজ।

 

পুলিশ জানিয়েছে, ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অভিযোগ করেছেন, ওই প্রধান হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে নোংরা টেক্সট ও মেসেজ পাঠিয়েছেন। জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা করেছেন বলেও কেউ কেউ দাবি করেন। অভিযোগ পত্রে আরও ভংঙ্কর তথ্য রয়েছে, এই সব নোংরা কাজ করতে আশ্রমের তিন মহিলাই পড়ুয়াদের বাধ্য করতেন। চাহিদা মেটাতে বলতেন। এই তিন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে, তাঁদের মুখ থেকে এখনও কিছু বের করা সম্ভব হয়নি।

 

অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আধিকারিকরা এমনকি অভিযুক্তের ঠিকানাতেও অভিযান চালানো হয়েছে। পুলিশ একটি ভল্ভো গাড়ি উদ্ধার করেছে, যা স্বামী চৈতন্যানন্দ ব্যবহার করতেন। গাড়িটিতে জাল এম্ব্যাসি নম্বর প্লেট (39 UN 1) ছিল। পুলিশ এখনও অভিযুক্তকে খুঁজছে এবং তাঁকে ধরার চেষ্টা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen