Asia Cup 2023 ফাইনালে শ্রীলঙ্কা খেলবে ভারতের সঙ্গে, আজ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা

September 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের কাঁধে ভর করে সুপার ফোরের ম্যাচে ২ উইকেটে জিতল দ্বীপরাষ্ট্রটি। বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাট করে মহম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চুরির সৌজন্যে পাকিস্তান তুলেছিল ২৫২ রান। জবাবে শেষ বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। কুশল ৮৭ বলে করলেন ৯১ রান। তাঁর গড়ে দেওয়া ভিতে নাটকীয় জয় নিশ্চিত করেন চারিথ আসালাঙ্কা (অপরাজিত ৪৯)। রবিবার ফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের।

তবে ফাইনালের আগে শুক্রবার রোহিত শর্মারা খেলতে নামবেন বাংলাদেশের বিরুদ্ধে। ভারতীয় শিবিরের জন্য সুখবর শ্রেয়স আয়ার চোট সারিয়ে উঠে ফের অনশীলন শুরু করেছেন। এশিয়া কাপেই পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হঠাৎ পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বৃহস্পতিবার কলম্বোয় অনুশীলনে সূর্যকুমার যাদব ও শার্দূল ঠাকুরের সঙ্গে শ্রেয়সকে দেখা যায়। বেশি কিছু ক্ষণ ব্যাটিং করেন তিনি।

যেহেতু ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটি বদল হতে পারে। সূর্যকুমার, তিলক বর্মা, মহম্মদ শামিরা দলে ঢুকতে পারেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরারা ফাইনালের আগে বিশ্রাম নিতে পারেন। সেই দলে দেখা যেতে পারে শ্রেয়সকেও। জানা যাচ্ছে, শুক্রবার বাংলাদেশ ম্যাচের দিন বা রবিবার ফাইনালের আগেই অস্ট্রেলিয়া সিরিজে দল ঘোষণা করতে পারে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen