LIVE Asia Cup 2025 Final: ষষ্ঠীতে পাক বধ, এশিয়া সেরা সূর্যের ভারত

September 28, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

দুবাইয়ে শুরু হয়েছে এশিয়া সেরা হওয়ার লড়াই। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ফর্মের বিচারে এগিয়ে ভারত। ভারত এগিয়ে থেকেই নামছে। এশিয়া কাপের ছ’টি ম্যাচেই তারা জিতেছে। শ্রীলঙ্কা বাদে কোনও ম্যাচেই সমস্যায় পড়তে হয়নি সূর্যকুমারদের। অন্যদিকে, পাকিস্তান ফাইনালে পৌঁছেছে হোঁচট খেতে খেতে। ভারতের কাছে দু’টি ম্যাচ তো হেরেছেই। বাংলাদেশকে কোনও মতে হারিয়েছে সুপার ফোরে। সমস্যায় পড়েছে ওমান, আমিরশাহির মতো দলের বিরুদ্ধেও। ভারত কি চলতি এশিয়া কাপে তৃতীয়বারের মতো পাক বধ করবে আজ? নাকি জোড়া হারের বদলা নেবে পাকিস্তান? কাপ ঘরে আনবে কারা?

দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE

০০:০১: এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার।

২৩:৫৬: আউট শিবম দুবে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ১০ রান।

২৩:৪৪: শেষ দুই ওভারে ভারতের চাই ১৭ রান

২৩:৩৭: ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৭/৪

২৩:৩১: হাফ সেঞ্চুরি করলেন তিলক

২৩:২৫: ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০/৪

২৩:১৩: আউট! সাজঘর ফিরলেন সঞ্জু স্যামসন।

২৩:০১: দশ ওভার শেষে ভারতের স্কোর ৫৮/৩

২২:৫৩: পঞ্চাশ রানের গন্ডি পেরোলো ভারত।

২২:৩৪: আউট শুভমান গিল

২২:২১: আউট সূর্য কুমার যাদব

২২:১৩: দ্বিতীয় ওভারে ধাক্কা! ফিরলেন অভিষেক শর্মা

২২:০৭: রান তাড়া করতে নামল ভারত

২১:৩৯: ১৪৬ রানের গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস

২১:৩৫:  ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৪১/৯

২১:৩৫: উইকেট! এবার বুমরাহ। পাকিস্তানের নবম উইকেটের পতন।

২১:৩২: চার উইকেট নিলেন কুলদীপ। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৪/৮

২১:২৫:  আরও এক শিকার কুলদীপ যাদবের।

২১:২৩ : পরপর দুই ওভারে আরও দুই উইকেটের পতন। আরও এক শিকার কুলদীপ যাদবের।

২১:১৭: ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৮/৪

২১:১৭:  চতুর্থ উইকেটের পতন। দ্বিতীয় আঘাত আনলেন বরুণ।

২১:১১:  আবার উইকেট! এবার অক্ষর। শূন্য রানে আউট হয়েছেন মহম্মদ হ্যারিস। ১১৪ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।

২১:০৩:  পাকিস্তানকে দ্বিতীয় ধাক্কা কুলদীপ যাদবের।

২০:৫৬:  ১১.১ ওভারে একশো রান পূরণ করল পাকিস্তান।

২০:৪৬: পাকিস্তানের প্রথম উইকেটের পতন। সাজঘরে ফিরলেন ফারহান। উইকেট তুললেন বরুণ চক্রবর্তী।

২০:৪৪: অর্ধশতরান সাহিবজাদা ফারহানের, ৩৫ বলে ৫০ রান করলেন তিনি।

২০:৩৩: ৬.৫ ওভারে ৫০ রান পূরণ পাকিস্তানের

২০:২৭: পাঁচ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৩৭।

১৯:২৭: আরও দু’টি বদল হয়েছে ভারতের দলে। অর্শদীপ সিংহ এবং হর্ষিত রানা বাদ পড়েছেন। দলে ফিরেছেন বুমরাহ এবং শিবম দুবে।

১৯:২৭: চোটের কারণে ছিটকে গেলেন হার্দিক। হার্দিকের বদলে দলে এলেন রিঙ্কু সিংহ।

১৯:২৭: টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ভারতের

 

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen