এশিয়া কাপ হকিতে দুরন্ত সূচনা, থাইল্যান্ডকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলারা

অন্য দিকে ভারত এই প্রতিযোগিতায় নামছে দুই অভিজ্ঞ তারকা ছাড়া চোটের কারণে দলে নেই গোলকিপার সাভিতা পুনিয়া এবং দীপিকা।

September 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৪: এশিয়া কাপ মহিলা হকি প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করল ভারতীয় দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে একতরফা লড়াইয়ে ১১-০ গোলে হারিয়ে দাপট দেখাল ভারতীয় মেয়েরা । ভারতের পক্ষে উদিতা দুহান ও বিউটি ডুং ডুং জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

উদিতা দুহান ৩০ এবং ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। বিউটি ডুং ডুং ৪৫ এবং ৫৪ মিনিটে দুইটি গোল করেন, যার মধ্যে একটি ছিল পেনাল্টি কর্নার থেকে। ভারতের অন্যান্য গোলদাতারা হলেন মুমতাজ খান (৭ মিনিট), সঙ্গীতা কুমারী (১০ মিনিট), নবনীত কৌর (১৬ মিনিট), লালরেমসিয়ামি (১৮ মিনিট), থৌদাম সুমন দেবী (৪৯ মিনিট), শর্মিলা দেবী (৫৭ মিনিট) এবং রুতুজা দাদাসো পিসাল (৬০ মিনিট)।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা ভারত হাফটাইমে ৫-০ গোলে এগিয়ে ছিল ৩০তম স্থানে থাকা থাইল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচে ভারত মোট নয়টি পেনাল্টি কর্নার পায় এবং তার মধ্যে পাঁচটিকে কাজে লাগাতে সক্ষম হয়। অন্যদিকে থাইল্যান্ড কোনো পেনাল্টি কর্নারই আদায় করতে পারেনি পুরো ম্যাচ জুড়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে নামে ভারতীয় কন্যারা । প্রথম কোয়ার্টারেই মুমতাজ ও সঙ্গীতার দুটি ফিল্ড গোল দলকে এগিয়ে দেয়। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনটি গোল হয় নবনীত ও লালরেমসিয়ামির দুটি দুর্দান্ত ফিল্ড গোল এবং হাফটাইমের ঠিক আগে উদিতার পেনাল্টি কর্নার থেকে একটি গোল।

দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রাখে ভারত। তৃতীয় কোয়ার্টারে টানা আক্রমণ চালিয়ে চারটি পেনাল্টি কর্নার পায় এবং ডুং ডুং একটি পেনাল্টি কর্নারকে কাজে লাগান। শেষ কোয়ার্টারে ভারত গতি বাড়িয়ে আরও পাঁচটি গোল করে থাইল্যান্ডকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেয়।

টুর্নামেন্টে মোট আটটি দল খেলছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ৪-এ যাবে। সেখান থেকে শীর্ষ দুই দল ১৪ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৬ সালের মহিলা হকি বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পাবে, যা অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে।

অন্য দিকে ভারত এই প্রতিযোগিতায় নামছে দুই অভিজ্ঞ তারকা ছাড়া চোটের কারণে দলে নেই গোলকিপার সাভিতা পুনিয়া এবং দীপিকা।

থাইল্যান্ডকে হারানোর পর ভারত শনিবার মুখোমুখি হবে শক্তিশালী জাপানের, এরপর ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে শেষ গ্রুপ ম্যাচ। প্রথম ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাসে ভরপুর ভারত এখন ফাইনালের দিকে নজর রাখছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen