Asian Athletics Championship: জ্যোতি-সাবলের হাত ধরে জোড়া সোনা ভারতের
May 30, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:০১: মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ফেভারিট হিসেবেই ট্র্যাকে পা রেখেছিলেন জ্যোতি ইয়ারাজ্জি। জ্যোতি সময় নেন ১২.৯৬ সেকেন্ড, যা নতুন গেমস রেকর্ডও। এশিয়ান মিটে এই নিয়ে টানা দ্বিতীয়বার সোনা জিতলেন তিনিসোনা এসেছে মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে। জিসনা ম্যাথিউ, রুপাল চৌধুরি, কুঞ্জ রাজিতা ও শুভা বেঙ্কটেশনরা সময় নেয় ৩ মিনিট ৩৪.১৮ সেকেন্ড।
এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী অবিনাশ সাবলে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের ৩৬ বছরের সোনা জয়ের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। সাবলে, সময় নিয়েছেন ৮:২০.৯২ সেকেন্ড
অবিনাশ সাবলে ১৯৮৯ সালে দিনা রামের পর প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার স্টিপলচেজ জয় করেছেন।