Asian Games 2023: হকিতে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করল ভারত, জিতল ১০-২ গোলে

এদিন খেলার সাত মিনিটেই পাকিস্তানের জালে বড় জড়িয়ে দেয় ভারত।

September 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসে সোনার দৌড় অব্যাহত ভারতীয় হকি দলের। পুল ‘এ’-তে গ্রুপ পর্যায়ের ম্যাচে শনিবার পাকিস্তানকে নিয়ে রিতিমতো ছেলেখেলা করেছে হরমনপ্রীতরা। এদিন পাকিস্তানকে তারা হারাল ১০-২ গোলে

চলতি এশিয়ান গেমসে ভারতীয় পুরুষদের হকি দলের দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে তারা। প্রথম দুটো ম্যাচে তারা দেয় ৩২টি গোল। তারপরে তারা হারয় গত এশিয়ান গেমসের সোনাজয়ী জাপানকে।

এদিন খেলার সাত মিনিটেই পাকিস্তানের জালে বড় জড়িয়ে দেয় ভারত। গোল করেন মনদীপ সিং। এর পর পর গোল করতে থাকে তারা। অধিনায়ক হরমনপ্রীত হ্যাট্রিক-সহ গোল করেন চারটি। শেষ তৃতীয় কোয়ার্টারে কোনও মতে দুটি গোল করে পাকিস্তান। গত এশিয়ায় গেমসে ব্রোঞ্জ পদক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত।

এদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ: বাহাদুর পাঠক, জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং (অধিনায়ক), সুমিত, বরুণ কুমার, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, অভিষেক, গুরজন্ত সিং এবং মনদীপ সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen