Asian Games 2023: হকিতে বাংলাদেশকে এক ডজন গোল দিল হরমনপ্রীতরা

এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত গোলের বন্যা বইয়ে দিয়েছে ভারত।

October 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
হকিতে বাংলাদেশকে এক ডজন গোল দিল হরমনপ্রীতরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি এশিয়ান গেমসে পুরুষদের হকিতে পুল ‘এ’-র শীর্ষে থেকে সেমিফাইনালে উঠে গেল ভারত। পাঁচ ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। সোমবার গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশকে এক ডজন গোল দিল হরমনপ্রীতরা। বাংলাদেশকে নিয়ে এদিন স্রেফ ছেলেখেলা করছে ভারত।

এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত গোলের বন্যা বইয়ে দিয়েছে ভারত। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০ গোলে পর্যুদস্ত করেছিল। ১০-২ গোলে জিতেছিল ভারত। উজবেকিস্তানকে ১৬-০, সিঙ্গাপুরকে ১৬-১ এবং জাপানকে ৪-২ গোলে হারিয়েছে।

এবার এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এশিয়ান গেমসের হকিতে যে দল সোনার পদক পাবে, সেই দল আগামী বছর প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়ে যাবে। আর এশিয়ান গেমস থেকেই সেই টিকিট পেতে মরিয়া ভারতীয় হকি দল।

বিশেষজ্ঞরা মনে করছেন দুরন্ত ফর্মে থাকা ভারতের ‘আসল’ লড়াই শুরু হবে সেমিফাইনালে। গতবারও পুল থেকে প্রথম হয়ে উঠে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। ফলে আত্নতুষ্টিতে ভোগার কোনও জায়গা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen