Asian Games 2023: বাংলাদেশকে ৯ উকেটে হারিয়ে দিল ভারত
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারল না। ৯৬-তেই থামল তাদের ইনিংস।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুত্রবার সকালেই দেশবাসীকে আনন্দ উপহার দিল এশিয়ান গেমসের ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশকে ৯ উকেটে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠল রুতুরাজ গায়কোয়াড়েরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০০ রানও করতে পারে নি। ৯৬-তেই থামে তাদের ইনিংস। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৬ রান করে। ভারতের হয়ে সাই কিশোর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।
অন্যদিকে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। তিলক-রুতু ঝড়ে ১ উইকেট হারিয়ে ৬৮ করে ফেলেছে টিম ইন্ডিয়া। মাত্র ৯.২ ওভারেই জয়ের জন্য প্রয়জনীয় রান তুলে নেয় ভারত। ২৬ বলে ৪০ করে অপরাজিত থাকলেন রুতুরাজ। ২৬ বলে ৫৫ রানে অপারাজিত থেকে যান তিলক বর্মা।