Asian Games: ৮ম দিনে স্টিপলচেজ ও শট পাটে ২টি সোনা জয় ভারতের
অন্যদিকে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জিতলেন অবিনাশ সাবল। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়লেন তিনি।
October 1, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাথলেটিক্সে পর পর দুটি সোনা এল ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে পুরুষদের শট পাটে সোনা জিতলেন তেজিন্দার সিংহ তুর। এশিয়ান গেমসে ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে ভারতকে ১৩তম সোনা এনে দিলেন তিনি।
অন্যদিকে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জিতলেন অবিনাশ সাবল। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়লেন তিনি।