বন্যা বিধ্বস্ত অসম, প্রবল বর্ষণে বেকায়দায় পাঁচ লক্ষ মানুষ

আগামী ২১ মে পর্যন্ত নির্ধারিত পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে৷ ডিমা হাসাও জেলায় পরীক্ষা স্থগিত রাখা হয়েছে আগামী ১ জুন পর্যন্ত৷

May 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
অসমে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ২৬টি জেলার ১৫০০-র বেশি গ্রাম, ছবি সৌঃ AFP

মুষলধারে বৃষ্টি। ভেসে গেছে রাস্তা। কাদা জল ঢুকে পড়েছে ঘরের ভেতর। ‘নিখোঁজ’ রাস্তা। টানা বর্ষণে জলের তলায় রেললাইন। ট্রেনগুলিও ডুবন্ত প্রায় অবস্থায়। এমন আতঙ্কের ছবিই ধরা পড়েছে অসমে (Assam Flood)।

অসমে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ২৬টি জেলার ১৫০০-র বেশি গ্রাম। সরকারি পরিসংখ‌্যান অনুযায়ী বন্যা দুর্গতের সংখ্যা পাঁচ লক্ষের বেশি। ইতিমধ্যেই বন্যার জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিয়েছে প্রশাসন। আগামী ২১ মে পর্যন্ত নির্ধারিত পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে৷ ডিমা হাসাও জেলায় পরীক্ষা স্থগিত রাখা হয়েছে আগামী ১ জুন পর্যন্ত৷

উল্লেখ্য, কার্বি আংলং স্টেশনে বন্যায় আটকে পড়া একটি ট্রেনের ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। খবর করেছিল দৃষ্টিভঙ্গিও।

আরও পড়ুনঃ মুষলধারে বৃষ্টির জের, অসমের হাফলঙ স্টেশনে জলের স্রোতে ভাসছে ট্রেন!

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও তিন দিন চলবে বৃষ্টি। ফলে, ব্রহ্মপুত্রের জল আরও বাড়তে পারে। বৃষ্টি না কমলে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা খুব কম। উদ্ধারকাজে ইতিমধ্যেই নামানো হয়েছে সেনাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen