অসমে বনাঞ্চল উদ্ধারের নামে বাংলাভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে বিজেপি সরকার

November 30, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৫৫: শনিবার অসমের নগাঁও জেলায় ৭৯৫ হেক্টর থেকে বাসিন্দাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ওই অভিযানে অন্তত ১,৫০০ পরিবার সমস্যায় পড়েছেন। যাদের বেশিরভাগই বাংলাভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের। সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতি স্থাপনের অভিযোগ এনে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে অসমের বিজেপি সরকার।

বাস্তুচ্যুতদের দাবি, ব্রহ্মপুত্রের ভাঙনে ‘চর’-এর জমি ভেসে যাওয়ায় তাঁদের পূর্বপুরুষরা এই সমস্ত এলাকায় বসতি স্থাপন করেছিলেন। শনিবার সকালে লুটিমারী এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে অভিযান শুরু হয়। তিন মাস আগে দখলদারদের নোটিস জারি করা হয়েছিল। তাঁদের দু’মাসের মধ্যে জায়গা খালি করতে বলা হয়েছিল। তাঁরা জায়গা খালি করতে অতিরিক্ত এক মাস সময় চান এবং জেলা প্রশাসন তাতে সম্মত হয়েছিল। কিন্তু সময় শেষ হওয়ার আগেই প্রশাসন অভিযান শুরু করেছে। ফলে সকলে অন্যত্র সরে যাওয়ার সুযোগ পাননি।

সূত্রের খবর, কাঁচা ও পাকা বাড়িতে থাকা প্রায় ১,১০০ পরিবার ইতিমধ্যেই দখল করা জায়গা ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু বাকি প্রায় চারশো পরিবার এখনও সরতে পারেননি। সেই বাড়িঘর এদিন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কিছু বাসিন্দা দাবি করেছেন যে, তাঁরা ৪০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন এবং তাঁরা জানতেন না যে এটি বনভূমি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen