অসম পঞ্চায়েত নির্বাচন: জেলা পরিষদ সহ শতাধিক আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস

শুক্রবার অসমে প্রথম দফার পঞ্চায়েত ভোট ছিল।

May 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার অসমে প্রথম দফার পঞ্চায়েত ভোট ছিল। বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে মিটেছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। অসমের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছে তৃণমূল। ২৮টি জেলা পরিষদের আসনে লড়াই করছে বাংলার শাসক দল। ৪৪টি আঞ্চলিক পঞ্চায়েতের আসনেও প্রার্থী দিয়েছে তৃণমূল। শতাধিক আসনে পঞ্চায়েত স্তরেও তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করছে। গত কয়েকদিন ধরে নাগাড়ে প্রচার করেছেন তৃণমূল।

অসম তৃণমূলের ইনচার্জ তথা বাংলার মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য, অসমে তৃণমূলের সংগঠন শক্তিশালী হচ্ছে। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যথাযথভাবে লড়াই করতে পারছে না। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই মানুষ দেখছেন। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের মানুষজন তা অনুভব করছেন। অসমের মানুষ কংগ্রেসের প্রতি হতাশ। তাই ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের প্রতি অসমবাসীর সমর্থন বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen