কর্নাটকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

December 25, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৩: কর্নাটকে ভয়ংকর দুর্ঘটনা। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা যাচ্ছে, কর্নাটকের চিত্রদুর্গ জেলায় বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বুধবার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাত ২টো ৩০মিনিট নাগাদ কর্নাটকের চিত্রদুর্গে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ৪৮ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার পর তৎক্ষণাৎ বাসটিতে আগুন লেগে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং দমকল। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহতের সংখ্যা বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে।

জানা যাচ্ছে, হিরিয়ুর দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। তারপর তা ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের মুহূর্তে বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের মধ্যে থাকা যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন যাত্রী বাইরে বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen