তেলঙ্গানায় সরকারি বাসে ট্রাকের ধাক্কা! মৃত অন্তত ১৬

November 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৫১: সোমবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! তেলঙ্গানায় ভুল রাস্তা দিয়ে আসা ট্রাকের সরাসরি ধাক্কা মারল সরকারি বাসে। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১০ জন।

ছাভেলা মণ্ডলের খানাপুর গেটের কাছে বাসটিতে ধাক্কা মারে ট্রাক। ভুল রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ট্রাকটি ছুটে আসছিল। বাসের ভাঙা টুকরো সংঘর্ষের তীব্রতায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে। জরুরি পরিষেবার কর্মীরাও দ্রুত কাজ শুরু করেন। চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ভুল রাস্তা দিয়ে চলার কারণে দুর্ঘটনা ঘটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen