বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর মৃত্যু সৌদি আরবে

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তীব্র আগুন এবং বিস্ফোরণের কারণে অনেক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। কয়েকজন গুরুতর আহতকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির অধিকাংশ যাত্রীই হায়দরাবাদের বাসিন্দা। যাত্রীদের মধ্যে কয়েকজন মহিলা এবং শিশুও ছিলেন।
হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানান, তিনি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের দুইটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এবং মৃত ও আহতদের তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে পাঠিয়ে দেন।
ওয়াইসি বলেন, ‘মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উমরাহযাত্রীদের বাসে আগুন ধরে যায়। রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ চলছে।’
সাংসদ ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে মৃতদেহ দ্রুত ভারতে ফেরানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে অনুরোধ, মৃতদের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ব্যবস্থা করুন। আহতরা যেন উপযুক্ত চিকিৎসা পান, সেটাও নিশ্চিত করা উচিত।’ দুর্ঘটনা সংক্রান্ত সঠিক তথ্য, মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনও সৌদি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।