যোগীরাজ্যে রেলালাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত অন্তত চার

November 5, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩১: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে (Uttar Pradesh) রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অন্তত ৪ জনের। ঘটনাটি ঘটেছে মির্জাপুরের চুনার জংশন এলাকায়। মৃতদের প্রতিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা যাচ্ছে, চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা। তাঁদের নামার কথা প্ল্যাটফর্মে, কিন্তু তাঁরা উল্টো দিক থেকে ট্রেন থেকে নামেন। রেললাইন টপকে অন্যদিকে যাওয়ার সময় পাশের লাইনে ধেয়ে আসে হাওড়া-কালকা এক্সপ্রেস। সেই ট্রেনের আঘাতে ৪ জন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, মঙ্গলবার ভয়াবহ রেল দুর্ঘটনা হয় ছত্তীশগঢ়ের বিলাসপুরে। বিলাসপুরের লালখদন এলাকার কাছে একটি যাত্রিবাহী মেমু ট্রেন এবং একটি মালগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। প্রায় কুড়ি জন আহত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen