দিল্লি বিধানসভার ইতিহাসে প্রথম মহিলা বিরোধী দলনেত্রী হিসেবে আতিশীকে মনোনিত করল আপ

বিধানসভার বিরোধী দলনেতা বেছে নিতে রবিবার বৈঠকে বসেছিলে দলের শীর্ষ নেতৃত্ব। কেজরিওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন আপের ২২ জন বিধায়ক।

February 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিরোধী দলনেত্রী হিসেবে আতিশীকে মনোনিত করল আপ, ছবি: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালকাজির বিধায়ক আতিশীকে দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী মনোনিত করল আপ। দিল্লির বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল। কেজরীওয়াল তো বটেই, বিজেপি প্রার্থীদের কাছে হেরে গিয়েছেন মণীশ সিসৌদিয়া-সহ আপের প্রথম সারির প্রায় সব নেতাই। এই ভরাডুবির মাঝেও অবশ্য মান রেখেছেন আতিশী। তিনি কালকাজি কেন্দ্রে সাড়ে তিন হাজারের বেশি ভোটে জিতেছেন। দিল্লিতে জিতে বিজেপি নেত্রী রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর বিরুদ্ধে মহিলা মুখ হিসাবে বিরোধী দলনেতার পদে আতিশীই উপযুক্ত, মনে করছে আপ।

সেইসঙ্গে তৈরি হল ইতিহাস। এই প্রথম কোনও মহিলাকে দেখা যাবে দিল্লি বিধানসভায় বিরোধী বেঞ্চের মুখ হিসেবে।
সদ্য দিল্লির রাজপাট হারিয়েছে আপ। বিধানসভার বিরোধী দলনেতা বেছে নিতে রবিবার বৈঠকে বসেছিলে দলের শীর্ষ নেতৃত্ব। কেজরিওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন আপের ২২ জন বিধায়ক।

পরে সাংবাদিক বৈঠকে আহ্বায়ক গোপাল রাই জানান, বিধানসভার বিরোধী দলনেত্রী হিসেবে আতিশীর নাম প্রস্তাব করেছিলেন বুরারির বিধায়ক সঞ্জীব ঝা। বৈঠকে উপস্থিত সকলেই তাতে সায় দিয়েছেন। একাধিক মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে দিল্লি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত থেকে শুরু করে বর্তমানে রেখা গুপ্তা। কিন্তু, রাজধানীর বিধানসভার ইতিহাসের কোনও মহিলাকে বিরোধী শিবিরের মুখ হিসেবে দেখা যায়নি। নতুন দায়িত্ব পেয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আতিশী। বলেন, ‘বিধানসভায় শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে আপ। বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করব আমরা।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen