আইএসএলে ১-০ গোলে এটিকে মোহনবাগান হারাল বেঙ্গালুরুকে
প্রথমার্ধ গোল শূন্য থাকে দুই দলের মধ্যে।

আজ শনিবার আইএসএলে শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, ব্যাঙ্গালোরে খেলা ছিল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে।
প্রথমার্ধ গোল শূন্য থাকে দুই দলের মধ্যে। কিন্তু ৬৬ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের তরফে দিমিত্রি পেত্রাতোস গোল করেন। এর আগে ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। এটিকে মোহনবাগান ৪টি ম্যাচ জিতেছে, ১টি ড্র হয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে এখনও জয়ের মুখ দেখেনি বেঙ্গালুরু। আজকেও হারের মুখ দেখল বেঙ্গালুরু এফসি।
সারা ম্যাচে মোহনবাগানের কাছে বল পজেশন ছিল ৬০ শতাংশ ও বেঙ্গালুরু এফসির কাছে বল পজেশন ছিল ৪০ শতাংশ। মোহনবাগান ও বেঙ্গালুরুর ফাউল সংখ্যা যথাক্রমে ১৭ এবং ১০ । ম্যাচে হলুদ কার্ড দেখেন মোহনবাগানের ৪ জন ফুটবলার – হামিল, রডরিগেস, এস বসু ও কুরুনিয়ান। এই ম্যাচে জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএলে চার নম্বরে আছে এটিকে মোহনবাগান।