খগেন মুর্মুর উপর হামলা: বিজেপির কোন্দলেই এই পরিণতি? প্রশ্ন তুলে তোপ মুখ্যমন্ত্রীর

বুধবার কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চ্যারিটি বিগিনস অ্যাট হোম! এটা বিজেপির (BJP) অভ্যন্তরীণ কোন্দল নয় তো?” তাঁর যুক্তি, “যে এলাকায় ঘটনা ঘটেছে, সেটা তো বিজেপির এলাকা। এমপি, এমএলএ- সবই বিজেপির।” তিনি আরও বলেন, “বন্যা বা দাঙ্গার মতো পরিস্থিতিতে এমন ক্ষোভ হতেই পারে। কারণ, ঘর বাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না। তবে তদন্ত চলছে। কেউ ছাড় পাবে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে তৃণমূল (TMC) কৌশলগতভাবে বিজেপিকে চাপে ফেলতে চাইছে। প্রধানমন্ত্রী মোদীর সরাসরি আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রীর এই পাল্টা বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, খগেন মুর্মুর উপর হামলার দায় কার? বাইরের শত্রু, না ঘরের শত্রুই? এই ঘটনার তদন্ত চলছে, তবে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, তা স্পষ্ট।
নাগরাকাটা এলাকা থেকেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ধৃতদের জলপাইগুড়ি সদরে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ জানিয়েছেন, “দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”
তবে এখনও পর্যন্ত ধৃতদের নাম বা পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি প্রশাসনের তরফে। তদন্ত চলছে, বলেই জানিয়েছে পুলিশ।