বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলা, আহত কর্মীরা, নেপথ্যে বিজেপিই?
অল্পের জন্য বিধায়ক রক্ষা পেলেও আহত তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের স্টেশন সংলগ্ন হনুমান মন্দির চত্বরে।

নিজের নির্বাচনী কেন্দ্রে দুষ্কৃতী হামলার মুখে রাজ চক্রবর্তী। অল্পের জন্য বিধায়ক রক্ষা পেলেও আহত তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের স্টেশন সংলগ্ন হনুমান মন্দির চত্বরে।
জানা গিয়েছে, ব্যারাকপুর স্টেশন সংলগ্ন একটি হনুমান মন্দিরে কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল গণ্ডগোল। সেই দীর্ঘদিনের সমস্যা মেটাবার জন্য বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী রবিবার মধ্যস্থতা করতে যায় এবং নতুন কমিটি গঠন করার জন্য প্রস্তাব দেয়। তাঁর সঙ্গে ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ এলাকার বেশ কয়েকজন নেতা। বৈঠক চলাকালীনই আচমকা হামলা চালায় বাইরে থেকে আসা কয়েকজন যুবক । হঠাৎ করে শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে মারামারি। অভিযোগ অল্পের জন্য রক্ষা পায় বিধায়ক। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী।