নন্দীগ্রামে ‘উন্নয়নের পাঁচালি’ ট্যাবলোয় হামলা, বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ শাসক দলের

December 25, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০১:  নন্দীগ্রামে (Nandigram) সরকারি ট্যাবলো ‘উন্নয়নের পাঁচালি’-তে হামলার জেরে রাজনৈতিক পারদ চড়েছে। এই ঘটনাকে শুধুমাত্র একটি গাড়ির ওপর হামলা নয়, বরং বাংলার উন্নয়ন, সংস্কৃতি এবং মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে শাসক দল।

অভিযোগ, গত ১৫ বছরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাতে ভীত হয়ে পড়েছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। রাজ্যের এই অপ্রতিরোধ্য অগ্রগতিকে প্রতিহত করতে না পেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর দল এখন ভাঙচুর, ভয় দেখানো এবং হিংসার রাজনীতির আশ্রয় নিচ্ছেন বলে দাবি করা হয়েছে।

শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা আসলে জনগণের রায়, বাংলার ঐতিহ্য এবং সাধারণ মানুষের চেতনার ওপর আঘাত। যারা মনে করেছিলেন ভয় দেখিয়ে, হিংসা ছড়িয়ে এবং রাজনৈতিক সুবিধাবাদকে কাজে লাগিয়ে বাংলাকে দমিয়ে রাখা যাবে, এই ঘটনা তাদের সেই ধারণা ভুল প্রমাণ করেছে।

দলের তরফে উল্লেখ করা হয়েছে যে, বাংলা কারও কাছে মাথা নত করে না এবং বশ্যতা স্বীকার করে না। নন্দীগ্রামের এই কাপুরুষোচিত হামলা বাংলার প্রগতির চাকা থামাতে পুরোপুরি ব্যর্থ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen