“সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা”, বাংলা ভাষা-বাঙালি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৫: বাংলা ভাষা ও বাঙালি পরিচয়কে ঘিরে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের (TMC) অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একাধিক মন্তব্য করে বিজেপির বিরুদ্ধে “বাংলা ভাষাকে আক্রমণ” করার অভিযোগ আনা হয়েছে। দলের দাবি, বিজেপি (BJP) বাংলার ভাষা, সংস্কৃতি ও পরিচয়কে উদ্দেশ্যমূলকভাবে অপমান করছে।
তৃণমূলের অভিযোগ, দিল্লি পুলিশের (Delhi Police) তরফে বাংলা ভাষাকে “Bangladeshi language” বলা এবং বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) মন্তব্য, “there is no language called Bengali” – দুটি ঘটনাই দেখিয়ে দিচ্ছে যে “বাংলার প্রতি বিজেপির অবজ্ঞা গভীর এবং স্পষ্ট”। তৃণমূলের ভাষায়, এটি কেবল রাজনীতি নয়, বরং “সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা”।
দলের বিবৃতিতে আরও বলা হয়েছে, সুযোগ পেলে বিজেপি “ইতিহাস বদলে দেবে, পরিচয় নতুন করে গড়বে এবং মানুষের মাতৃভাষা পর্যন্ত কেড়ে নেবে”। তৃণমূলের দাবি, এসব ঘটনার মধ্যেই বাংলার সংস্কৃতির অস্তিত্ব নিয়ে বৃহত্তর লড়াই তৈরি হচ্ছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলাদেশি উপভাষায় বক্তব্য রেখে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যদি ভাষা নিয়ে আপত্তি থাকে, তবে তাঁকে গ্রেপ্তার করা হোক। তৃণমূলের মতে, তাঁর এই বক্তব্যের মূল বার্তা ছিল: “বাংলা ভাষা আমাদের, সংস্কৃতিও আমাদের। ভয় দেখিয়ে, উপহাস করে কিংবা অপপ্রচার চালিয়ে বাঙালিকে থামানো যাবে না।”
দলের বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের ভাষা আমাদের। আমাদের সংস্কৃতি আমাদের। আর যত মিথ্যা, হাস্যকর উপহাস বা ভয় দেখানো হোক না কেন, এটিকে চুপ করানো সম্ভব নয়। বাংলা একটি জীবন্ত, স্পন্দিত পরিচয় এবং আমরা এটি উচ্চস্বরে, গর্বের সঙ্গে, এবং ভয়হীনভাবে বলব।”
.@BJP4India leaves no stone unturned in its relentless assault on Bengal and at the heart of that assault lies a deep, unmistakable contempt for the Bengali language and identity.
From Delhi Police shamelessly declaring Bengali a “Bangladeshi language” to @amitmalviya’s absurd… pic.twitter.com/gxpBZPDqc9
— All India Trinamool Congress (@AITCofficial) November 27, 2025