মুর্শিদাবাদে AI-র মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা, পুলিশের কড়া পদক্ষেপে ভেস্তে গেল বিদেশি ষড়যন্ত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪০: ফের সমাজমাধ্যমকে হাতিয়ার করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা। এবার কড়া পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। এই জেলার সাইবার সেলের যৌথ তদন্তে এক বিরাট ষড়যন্ত্রের হদিস মিলেছে। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়ো ভিডিও (Fake Video) ও পোস্ট (Fake Post) ছড়িয়ে দেওয়া হচ্ছিল। ইতিমধ্যেই ব্লক করা হয়েছে ১,০৯৩টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Social Media Account) এবং মুছে ফেলা হয়েছে ১১ হাজারেরও বেশি বিদ্বেষমূলক পোস্ট।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অ্যাকাউন্টগুলির অনেকগুলি বিদেশ এবং দেশের অন্যান্য রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল। AI প্রযুক্তির সাহায্যে স্থানীয় ব্যক্তিদের মুখ বসিয়ে তৈরি করা হচ্ছিল ভুয়ো বক্তব্য ও উস্কানিমূলক ভিডিও। এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছিল বলে দাবি তদন্তকারীদের।
মুর্শিদাবাদ সাইবার থানার (Murshidabad Cyber Police Station) আইসি উৎপল কুমার সাহা (Utpal Kumar Saha) জানিয়েছেন, “কিছু মানুষ সোশাল মিডিয়াকে ধর্মীয় হিংসা এবং বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসাবে ব্যবহার করছে। গত কয়েকদিনে ১১ হাজারেরও বেশি বিদ্বেষমূলক পোস্ট ডিলিট করা হয়েছে। সেই সঙ্গে হাজারেরও বেশি প্রোফাইলও বন্ধ করে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ইতিমধ্যেই ৪৮৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এই ঘটনার পর জেলা পুলিশের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে #MurshidabadFakeNews এবং #VerifyBeforeShare হ্যাশট্যাগ, যার মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়ো খবর শেয়ার করার আগে যাচাই করার বার্তা দেওয়া হচ্ছে। স্থানীয় তরুণ-তরুণী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও এই প্রচারে অংশ নিচ্ছেন।