উত্তরকাশীর হর্ষিল উপত্যকায় গতিপথ বদলে গিয়েছে ভাগীরথীর, তৈরি হয়ছে বিশাল হ্রদ, বিপদের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা

এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে নতুন একটি বিশাল হ্রদের জন্ম নিয়েছে। আর এই ঘটনার জেরে বিপদের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা।

August 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৬: অতিভারী বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে উত্তরাখণ্ড রাজ্যের ধারালির হর্ষিল নামের এলাকায় প্রকৃতির নয়া লীলায় উদ্বেগ দেখা দিয়েছে। হড়পা বান এবং তার জেরে ধসের কারণে উত্তরকাশীর হর্ষিল উপত্যকায় গতিপথ বদলে গিয়েছে ভাগীরথীর। শুধু তা-ই নয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে নতুন একটি বিশাল হ্রদের জন্ম নিয়েছে। আর এই ঘটনার জেরে বিপদের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা।

হর্ষিলের কাছে এসে ভাগীরথীর গতিমুখ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টি ও পাহাড় থেকে ধসে গড়িয়ে পড়া পাথরের চাঁই ও কাদামাটিতে চাপা পড়ে গিয়েছে নদীর ধারাপথ। এই বাধার মুখে পড়ে ঘুরে গিয়েছে ভাগীরথীর মুখ। এই বাধার মুখে পড়ে হর্ষিলে দেখা দিয়েছে প্রায় ৩ কিমি লম্বা একটি জলাধার বা অস্থায়ী ঝিল। এই জমা জল যে কোনও মুহূর্তে আরও বড় বিপদ ডেকে আনতে পারে উদ্বেগ প্রকাশ করছেন প্রকৃতি বিজ্ঞানীরা।

যেখানে কয়েকদিন আগেও সেনাদের শিবির ছিল তা আজ ঝিলের তলায়। পাহাড় থেকে খসে পড়া ধ্বংসস্তূপ প্রাকৃতিক বাঁধের মতো ভাগীরথীর চলার পথ আটকে রেখেছে। নদীর মাঝেই তা গজিয়ে উঠেছে বাধা পেয়ে। যার ফলে এই অস্থায়ী জলাধার বা ঝিলেই এখন নদীর জল উজানপথে এসে জমা হচ্ছে। তাতেই দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। এই ঝিলই গিলে খেয়েছে সেনা শিবির, ধারালি-হর্ষিল হাইওয়ে। যার ফলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen