আজ ‘অঘটন’ ঘটানো নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া

CWC-২০২৩-এ এখন কোনো ম্যাচ শুরুর আগে ‘অসম’ লড়াই বলাটা ঝুঁকিপূর্ণ!

October 25, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
আজ ‘অঘটন’ ঘটানো নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: CWC-২০২৩-এ এখন কোনো ম্যাচ শুরুর আগে ‘অসম’ লড়াই বলাটা ঝুঁকিপূর্ণ! ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়, বা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডসের আসরের বড় অঘটন, বা পাকিস্তানকে হারিয়ে আফগানদের সেমির রেসে উঠে আসা!

পরিসংখ্যান বলছে, ১৬ বছর পর আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। এখন পর্যন্ত ওয়ানডেতে দুবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দুবারই বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচে ৭৫ রানে এবং ২০০৭ সালের আসরে ২২৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হ্যাটট্রিক জয়ের আশায় প্যাট কামিন্সের দল এরপরও কি নিশ্চিন্ত থাকতে পারবেন?

চলতি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফিরেছে তারা। ভারতের কাছে ৬ উইকেটে হার দিয়ে মিশন শুরু করে অস্ট্রেলিয়া। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অজিরা। টানা দুই ম্যাচ হারে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পায়। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় তারা। লঙ্কানদের পর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের রেকর্ড ২৫৯ রানের জুটিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। জবাবে অস্ট্রেলিয়াদের দারুণ বোলিংয়ে ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৬২ রানের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

টানা দুই হারের পর দুই জয়ে অস্ট্রেলিয়া এখন বেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছে দলের ওপেনার ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ওয়ার্নার বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়, অবশ্যই দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি মনে করি, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি এবং সামনের ম্যাচগুলোতে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। নেদারল্যান্ডসকে ছোট করে দেখার সুযোগ নেই।’

ওয়ার্নার বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষেও আমরা জিততে চাই। তাহলে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পাব আমরা। জয়ের লক্ষ্যে দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen