কোমা থেকে ফিরলেন অজি ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন, কী জানালেন সতীর্থ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: মার্টিন পরিবার বলছে, ‘অলৌকিক প্রত্যাবর্তন’। জীবনের বাইশ গজে লড়ে কোমা থেকে ফিরলেন ড্যামিয়েন মার্টিন (Damien Martyn)। মার্টিনের স্বাস্থ্যের খবর জানিয়েছেন প্রাক্তন অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। মাত্র দু’দিনের মধ্যেই কোমা থেকে ফিরলেন প্রাক্তন অজি ক্রিকেটার। আইসিইউ থেকেও তাঁকে বের করে আনা হবে বলে জানা গিয়েছে।
প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার আরও জানিয়েছেন, কেবল কোমা থেকে বেরিয়ে আসা নয়, এখন কথাও বলতে পারছেন মার্টিন। কোমা থেকে বেরোনোর পর অসাধারণ উন্নতি হয়েছে। পরিবারের মতে, এটা অলৌকিকের থেকে কোনও অংশে কম নয়। গিলক্রিস্ট জানান, গত ৪৮ ঘণ্টায় যা হয়েছে তা অবিশ্বাস্য। এখন কথা বলতে পারছে মার্টিন। চিকিৎসায় সাড়াও দিচ্ছে। মার্টিনের স্ত্রীও খুব খুশি বলে জানিয়েছেন গিলক্রিস্ট।
গিলক্রিস্ট আরও জানিয়েছেন, মার্টিন পরিবার আশাবাদী, খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে ছাড়া পেয়ে হাসপাতালের অন্য কোনও জায়গায় স্থানান্তরিত হবে ড্যামিয়েন। এটা সুস্থ হয়ে ওঠারই লক্ষণ। ও নিজেও খুব খুশি। যে ভাবে ওর পাশে সকলে রয়েছে তাতে আপ্লুত। এখনও কিছু চিকিৎসা বাকি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্টে ৪,৪০৬ রান করেছেন মার্টিন। ২০৮ এক দিনের ম্যাচে করেছেন ৫,৩৪৬ রান। অবসরের পর ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেত এই ৫৪ বছর বয়সী ক্রিকেটারকে।