মোহনবাগানে আসছেন বিশ্বকাপার জেসন কামিংস, চুক্তি হল তিন বছরের

সম্প্রতি হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন করেছেন জেসন কামিন্স। তিনিই এবার বাগান শিবিরে।

June 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাতার বিশ্বকাপে খেলা অজি ফরোয়ার্ড জেসন কামিংস আসছেন মোহনবাগানে। মোহনবাগান ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি হল এই বিশ্বকাপারের। সম্প্রতি হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন করেছেন জেসন কামিন্স। তিনিই এবার বাগান শিবিরে।

চুক্তির পর অজি তারকা ফুটবলার জানান, গত কয়েক বছর ধরে তিনি ভারতীয় ক্লাব ফুটবলে নজর রেখেছিলেন। কামিন্স আশাবাদী আগামী তিন বছর মোহনবাগানকে আরও ট্রফি এনে দিতে সাহায্য করবেন তিনি। অজি তারকা আরও জানান, মোহনবাগান সমর্থকরা তাঁর সঙ্গে ক্লাবের চুক্তিকে ঘিরে রীতিমতো উত্তেজিত। বাগান সমর্থকরা ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রচুর মেসেজ করেছেন।

প্রথম ভারতীয় ফুটবলে খেলতে চলেছেন জেসন কামিন্স। ইপিএলের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স, লুটন টাউনের মতো ক্লাবে খেলে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলেছেন জেসন কামিংস, ১টি গোল করেছেন তিনি। কামিন্স যোগ দেওয়ায় মোহনবাগান আক্রমণভাগ আরও শক্তিশালী হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen