Mitchell Starc: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন স্টার্ক
৫ বছর বয়সী স্টার্ক গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আর অস্ট্রেলিয়ার হয়ে এই ফরম্যাটে খেলেননি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: অস্ট্রেলিয়ার জোরে বোলিং আক্রমণে বড় ধাক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই আর দেখা যাবে না এই অভিজ্ঞ বাঁ-হাতি পেসারকে।
স্টার্ক জানিয়েছেন, টেস্ট এবং একদিনের ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। সামনে রয়েছে ভারতের মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, অ্যাসেজ় এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। সেই বড় আসরগুলোর জন্য নিজেকে সতেজ রাখতেই ছোট ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন তিনি।
৩৫ বছর বয়সী স্টার্ক গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আর অস্ট্রেলিয়ার হয়ে এই ফরম্যাটে খেলেননি। এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন। তিনি বলেছেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পেরে গর্বিত। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপটা আমার কাছে ভীষণ বিশেষ। শুধু ট্রফি জয়ের জন্য নয়, সেই দলের অংশ হতে পারাটাই অনন্য অভিজ্ঞতা।”
টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 international cricket) স্টার্ক অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। অ্যাডাম জাম্পার পরেই তাঁর নাম। ৬৫ ম্যাচে ৭৯ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে, গড় ইকনমি ৭.৭৪। ছ’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতে খেলেছেন তিনি, শুধু চোটের কারণে ২০১৬ সংস্করণে অংশ নিতে পারেননি। দুবাইয়ে ২০২১ সালে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের পিছনে বড় ভূমিকা ছিল তাঁর। এই অবসরের ফলে আসন্ন বিশ্বকাপের আগে নতুন করে জোরে বোলিং কৌশল সাজাতে হবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের।