Australian women cricketers’ molestation case: ভিক্টিম ব্লেমিং মধ্যপ্রদেশের গেরুয়া মন্ত্রী বিজয়বর্গীয়ের

October 27, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৩৯: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দুই মহিলা অজি ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় গোটা দেশ। অন্যদিকে, বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের নগরোন্নয়নমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) এই ঘটনায় মহিলা ক্রিকেটারদের ত্রুটি ধরলেন। আক্রান্ত রীতিমতো আক্রমণ করলেন বিজেপি মন্ত্রী। তাঁর মতে, বাইরে বেরোনোর সময় ওই মহিলা ক্রিকেটারদের স্থানীয় প্রশাসনকে জানানো উচিত ছিল। এই ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিজয়বর্গীয়। উল্লেখ্য, নানা বিতর্কিত মন্তব্য করে অতীতেও বহু বার সংবাদ শিরোনামে এসেছেন বিজয়বর্গীয়। মেয়েদের ছোট পোশাক পরা নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীকে নিয়েও সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।

 

 

এক দিনের বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ভারতে রয়েছে। বৃহস্পতিবার হোটেল থেকে বেরিয়ে ৫০০ মিটার দূরের একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই অজি মহিলা ক্রিকেটার। অভিযোগ, তখন এক যুবক বাইক চালিয়ে এসে তাঁদের স্পর্শ করেন। অস্ট্রেলিয়া দল স্থানীয় থানায় অভিযোগ জানায়। জনৈক আকিল নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার। এই ঘটনার পর বিজয়বর্গীয় বলেন, “চোখে দেখেছি, কীভাবে ভিড়ের মধ্যে ফুটবলারদের জামা ছিঁড়ে নেওয়া হয়েছে। আমার সঙ্গে একবার হোটেলে এক ইংলিশ ফুটবলার ছিলেন। হঠাৎ সেখানে ভিড় জমে যায়। কেউ কেউ ওই ফুটবলারের কাছে সই চাইছিলেন। এক মহিলা ওই ফুটবলারকে চুম্বন করলেন এবং তাঁর জামা ছিঁড়ে দিলেন।” তারপরই বিজয়বর্গীয় বলেন, “খেলোয়াড়দের নিজেদের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রাখা উচিত। এই ঘটনা সবার জন্য একটা শিক্ষা। সে আমাদের জন্য হোক বা খেলোয়াড়দের জন্য।” তিনি আরও বলেন, “খেলোয়াড়দের কোথাও বেরোনোর আগে নিরাপত্তাকর্মী এবং স্থানীয় প্রশাসনকে জানানো উচিত। কারণ, ভারতে ক্রিকেটারদের নিয়ে একটা উন্মাদনা রয়েছে।”

 

 

বিজয়বর্গীয়ের এহেন মন্তব্যকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব বলেন, নারী নিরাপত্তার বিষয়ে জোর না-দিয়ে নির্যাতিতাদের দায়ী করছেন বিজয়বর্গীয়। ইন্দোরের ঘটনা প্রমাণ করছে, দেশের অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen