আষাঢ়ের বৃষ্টিস্নাত দুপুরে প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
তাঁর রচনা থেকে একাধিক ছবিও তৈরি হয়েছে, বাঘবন্দী খেলা, মোহনার দিকে, একান্ত আপন, মন্দ মেয়ের উপাখ্যান, ক্রান্তিকাল ইত্যাদি উল্লেখযোগ্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: মহিরূহ পতন বাংলা সাহিত্যে, বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ প্রয়াত হলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। তাঁর জন্ম ১৯৩৪ সালে ওপার বাংলায়। পাঁচের দশকে এপার বাংলায় চলে আসেন প্রফুল্ল রায়।
তাঁর প্রথম উপন্যাস পূর্ব পার্বতী, ১৯৫৭ সালে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনার মধ্যে উল্লেখযোগ্য ‘কেয়া পাতার নৌকো’, ‘শতধারায় বয়ে যায়’, ‘উত্তাল সময়ের ইতিকথা’ ইত্যাদি। তাঁর রচনা থেকে একাধিক ছবিও তৈরি হয়েছে, এখানে পিঞ্জর, বাঘবন্দী খেলা, মোহনার দিকে, একান্ত আপন, মন্দ মেয়ের উপাখ্যান, ক্রান্তিকাল ইত্যাদি উল্লেখযোগ্য। ক্রান্তিকালের জন্য ২০০৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান প্রফুল্ল রায়। ১৯৮৫ সালে বঙ্কিম পুরস্কার পান তিনি।
বিশিষ্ট বাঙালি সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “বর্ষীয়ান কথাসাহিত্যিক প্রফুল্ল রায়ের মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করছি। প্রফুল্ল রায় জন্মেছিলেন পূর্ববঙ্গে এবং পরবর্তীকালে তাঁর নানা বিখ্যাত গ্রন্থে উদ্বাস্তু জীবনের যন্ত্রণা ফুটে উঠেছিল। ‘কেয়াপাতার নৌকো’ তাঁর কালজয়ী উপন্যাস। নানাসময়ে একাধিক সংবাদপত্র-পত্রিকা গোষ্ঠীর সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং বাংলা সাহিত্যের আঙিনায় স্থায়ী জায়গা পেয়েছেন। ২০১২ সালে আমরা তাঁকে একটি বিশেষ পুরষ্কার দিতে পেরেছিলাম। আমি তাঁর পরিবার ও অগণিত পাঠকের প্রতি আমার সমবেদনা নিবেদন করছি।”