‘আ্যভেঞ্জারসে’ থরের হাতুড়ি আসলে হনুমানের গদা! মহাভারতের সঙ্গে তুলনা টেনে আবার হাসির খোরাক কঙ্গনা

অভিনেত্রীর বক্তব্য, নিজের অনেককিছুই পরিবর্তন করতে চাই! সবথেকে বেশি নিজেকে আজব উত্তর দেওয়ার থেকে বিরত রাখতে চাই।

May 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘মহাভারত থেকেই অনুপ্রাণিত আ্যভেঞ্জারস’ সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, “হলিউডের সুপার হিরো কনসেপ্ট ভারতের পুরাণ, বেদ, এমনকি মহাভারতের অনুকরণ। যেমন ধরুন, আয়রন ম্যানের অস্ত্রের সঙ্গে মিল রয়েছে মহাবীর কর্ণের অস্ত্রের। আবার থর এর হাতুড়ির সঙ্গে মিল পাওয়া যায় হনুমানের গদার। পাশ্চাত্যের সিনেমা আমাদের পুরাণ, ইতিহাসকে নকল করেই চলছে।

সুপারহিরোর ভিজুয়্যাল একেবারেই অন্যরকম তবে এগুলি অনুপ্রাণিত আমাদের বেদ থেকেই।” কঙ্গনার বক্তব্য, এগুলি একটাও মিথ্যে কথা নয়। হলিউডের সকলেই নাকি সম্পূর্ন বিষয়টি স্বীকারও করেছেন। পশ্চিম থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমা করতে হবে?

কঙ্গনা বলেন, আমিও মৌলিক চিন্তাধারায় বিশ্বাসী, সেই ধরনের কিছু করতে চাই। প্রসঙ্গত, আগামীতে ‘ধাকড়’ ছবিতে তাকে দেখা যাবে। এরকম অ্যাকশন চরিত্রে অভিনয় করার ইচ্ছে তার অনেকদিনই ছিল। অভিনেত্রীর বক্তব্য, নিজের অনেককিছুই পরিবর্তন করতে চাই! সবথেকে বেশি নিজেকে আজব উত্তর দেওয়ার থেকে বিরত রাখতে চাই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen