প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ৩০০০ হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে অবিনাশ
প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ৩০০০ হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছে গিয়েছেন অবিনাশ।
August 6, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ৩০০০ হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছে গিয়েছেন অবিনাশ। চলতি অলিম্পিকে একমাত্র ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ফাইনালে উঠেছেন অবিনাশ। পঞ্চম স্থানে থেকে হিট শেষ করেন অবিনাশ। ৩০০০ মিটার স্টিপলচেজ দৌড় শেষ করতে সময় নেন ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড। গত বছরের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন অবিনাশ। ৮ আগস্ট পদকের লড়াইয়ে ফাইনালে নামবেন অবিনাশ।