বাংলা ভাগের দাবি জানানোর পুরস্কার মন্ত্রিত্ব? জন বারলার পদোন্নতিতে বিতর্ক

অন্যদিকে আরেক সূত্র জানাচ্ছে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠকে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার

July 7, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

একটু পরেই মোদী (Narendra Modi) ক্যাবিনেটের সম্প্রসারণ। সন্ধে ৬টায় শপথ গ্রহণ করবেন ৪৩ জন মন্ত্রী। তার আগেই মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে বাংলার দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে। সেই জায়গায় জোরাল হচ্ছে নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের মন্ত্রী হওয়ার সম্ভাবনা। সূত্রের দাবি, মন্ত্রী হবেন তাঁরা দু’জন। অন্যদিকে আরেক সূত্র জানাচ্ছে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠকে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। মন্ত্রিত্ব পেতে পারেন তাঁরাও। তবে এ বিষয়ে নিশ্চয়তা এখনও মেলেনি।

মোদী ক্যাবিনেট ২.০-তে যদি জন বারলা মন্ত্রিত্ব পান, তাহলে পৃথক উত্তরবঙ্গের যে দাবি তিনি তুলেছেন, তাতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব একটা পরোক্ষ সমর্থনের ইঙ্গিতে সিলমোহর পড়তে পারে। তবে আপাতত বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে নিশীথ ও শান্তনু। অন্যদিকে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলার একটি ছবি পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রশ্ন তুলেছেন কী করে একজন দাগি ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন।

বাংলাকে তিন টুকরো করার কথা যিনি বলেছেন, তাঁকেই কেন্দ্রীয় মন্ত্রী পদে বসানো হচ্ছে। বুধবার এই ভাষাতেই বিজেপির প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, কিছুদিন আগেই উওরবঙ্গ নামে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। বিজেপি সাংসদের এই বিতর্কিত মন্তব্যকে সমর্থন করেনি রাজ্য বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার যে রদবদল হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন জন বারলা। তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নেওয়ার পরই তৃণমূল সাংসদের এই টুইট রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন টুইটে কটাক্ষের সুরেই বিজেপি সাংসদ জন বারলার নাম না করেই কৃ্ষ্ণনগরের সাংসদ জানান, ‘ বিজেপি সাংসদ বলেছেন, পশ্চিমবঙ্গকে তিনভাগে ভাগ করা উচিত। বিজেপি তাঁর বক্তব্যকে সমর্থন করেনি। অথচ তাঁকেই মন্ত্রিসভায় জায়গা দিয়ে পুরস্কৃত করা হল। খেলা তো শুরু হয়ে গিয়েছে।’‌ কৃষ্ণনগরের সাংসদের বক্তব্য থেকেই স্পষ্ট, রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা যাই ভাবুক না কেন, বাংলাকে তিন টুকরো করার কথা যে বলেছেন, তাঁকেই বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা বেশি গুরুত্ব দিয়ে দেখছে।

মোদীর মন্ত্রিসভায় সর্বোচ্চ ৮১ জন মন্ত্রী হতে পারেন। সে ক্ষেত্রে যাঁদের ভাগে একাধিক মন্ত্রক রয়েছে, সেখানে পৃথক মন্ত্রী বসতে পারেন আজ। দৃষ্টিভঙ্গিই সবার আগে জানিয়েছিল বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী মন্ত্রিত্ব হারাতে পারেন। হর্ষবর্ধনের পদ খোয়ানোর খবরও আমরাই সবার আগে জানিয়েছিলাম পাঠকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen