মাঠের বাইরে কেমন মহারাজ? তৈরি হচ্ছে সৌরভের বায়োপিক, মুখ্য ভূমিকায় কে?

প্রথমে শোনা গিয়েছিল মহারাজার চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। এনিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন তাঁর পছন্দ রণবীর কাপুর। 

December 1, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৈরি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভকে নিয়ে বায়োপিক । এই বায়োপিকে কে অভিনয় করছেন, তা নিয়ে উত্তাল নেটদুনিয়া। প্রথমে শোনা গিয়েছিল মহারাজার চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। এনিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন তাঁর পছন্দ রণবীর কাপুর। 

তবে ঋত্বিক বা রণবীর নন, সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে মহারাজের ভূমিকায় অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। এ প্রসঙ্গে অভিনেতা ইঙ্গিত দিয়ে বলেছেন তাঁর ঝুলিতে এক ক্রিকেটারের চরিত্র রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন, তাঁর অভিনয় জীবনে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার ইচ্ছের কথা। খুব শীঘ্রই নাকি তাঁর সেই ইচ্ছেপূরণ হতে চলেছে। 

অন্যদিকে শোনা যায় সৌরভ নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছেন, চলছে কাজ। জানা গিয়েছে, সিনেমার বেশিরভাগ অংশই শ্যুট হবে লন্ডনে। লর্ডস, নাগপুরেও শ্যুটিং চলবে। সৌরভের বেহালার বাড়ি, জেমস লং সরণির মাঠ কলকাতার এমন একাধিক জায়গায় শ্যুটিং হবে। এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। 

সূত্রের খবর, আগামী বছর মুক্তি পেতে পারে সৌরভের বায়োপিক। বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার প্রযোজক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ বর্তমানে কলকাতায় রয়েছেন। সৌরভের পরিবারে সৌরভের স্ত্রী ডোনা, মা এমনকি শ্বশুর, শাশুড়ির কাছ থেকে সেই সমস্ত তথ্য সংগ্রহ করছেন পরিচালক ও প্রযোজক। কারণ সৌরভের ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী জানতে মানুষের কৌতুহল অনেক বেশি। এমনকি সৌরভ নিজেও বিভিন্ন সময় নিজের জীবন কাহিনী প্রযোজকদের শোনাচ্ছেন। ‌ 

প্রসঙ্গত, বলিউডে এই মুহূর্তে দাপুটে অভিনেতা আয়ুষ্মান। চরিত্র অভিনেতা হিসাবে বেশ নাম কিনেছেন তিনি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ড্রিম গার্ল-২ দেখে অনেকেই চমকে গিয়েছেন। মহারাজের চরিত্রে অভিনয় করা যথেষ্ট চ্যালেঞ্জিং তাঁর কাছে। আর এই বায়োপিক ধোনি কিংবা আজহারের বায়োপিককে ছাপিয়ে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট আগ্রহী অনুরাগীরা। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen