বুদ্ধদেব গুহর উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে রাজের নতুন সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে

August 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুদ্ধদেব গুহর রোম্যান্টিক উপন্যাল ‘বাবলি’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী। শোনা যাচ্ছে সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘বাবলি’র ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। শুভশ্রীর বিপরীতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। যদিও এবিষয়ে অভিনেতা আবির, শুভশ্রী বা পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তীর তরফে কিছুই জানানো হয়নি।

সম্প্রতি তাঁর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ চলচ্চিত্রায়িত হওয়ার খবর নিজেই ফেসবুকে পোস্ট করেছিলেন ঔপন্যাসিক বুদ্ধদেব গুহ। সেখানেই তিনি জানিয়েছিলেন এই ছবির পরিচালক হচ্ছেন রাজ চক্রবর্তী। রাজ ইতিমধ্যেই গল্পের সত্ত্ব কিনে নিয়েছেন বলেও জানা যাচ্ছে।

https://www.facebook.com/permalink.php?story_fbid=2958512314258585&id=260357864074057

যাঁরা পড়েছেন, তাঁরা বেশ ভালো করেই জানেন, অভি এবং বাবলি এই দুই চরিত্র নিয়েই মূলত ‘বাবলি’ গল্প এগিয়েছে। তবে তাঁদের গল্প রাজ চক্রবর্তী কীভাবে পর্দায় ফুটিয়ে তোলেন এখন সেটাই দেখার। তবে শুভশ্রী আর দুমাস বাদেই মা হতে চলেছেন। তাই বাবলির চরিত্রে যদি নিশ্চিতভাবে শুভশ্রীই অভিনয় করেন, তাহলে হয়তবা শ্যুটিং শুরু করতে রাজকেও আরও কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen