সময় দিলেন না ওম বিড়লা, সাংসদ পদে ইস্তফা দিতে পারলেন না বাবুল

সোমবারই দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন বাবুল।

September 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই দিল্লি থেকে কলকাতা ফিরছেন বাবুল সুপ্রিয়। সংবাদমাধ্যমকে ফেসবুক লাইভে এ কথা জানালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ। গত ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়ার পরেই তিনি সাংসদ পদে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন। জানিয়েছিলেন, সাংসদ পদ ছেড়ে দেবেন। শনিবার বাবুল বলেন, ‘‘লোকসভার স্পিকার এখনও সময় দেননি। তাই ইস্তফা দেওয়া হয়‌নি।’’

সোমবারই দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন বাবুল। চলে আসছেন এ শহরে। সে কথা জানিয়ে বাবুল বললেন, ‘‘আমাকে ফিরতে হবে কলকাতায়। কারণ, দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। আর অপেক্ষা করা যাবে না। গাড়ি চালিয়ে ফিরব বলে ঠিক করেছি। আমি লোকসভার স্পিকারের কাছে সময় চেয়েছিলাম। নানা কারণে উনি ব্যস্ত। তাই সময় দিতে পারেননি। তাই এ বার ইস্তফা জমা দেওয়া হবে না।’’

বাবুল যে নিজে স্পিকারের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দিতে চান, সে কথাও ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘২৩ তারিখ সময় চেয়েছিলাম। কিন্তু পাইনি।’’ তিনি আরও বলেন, ‘‘কবে স্পিকার সময় দেবেন, তার এখনই কোনও নিশ্চয়তা নেই। সাত দিন অপেক্ষা করলাম। এর পর উনি ফাঁকা সময়ে নিশ্চিত আমাকে সময় দেবেন। তখন কলকাতা থেকে আসতে হবে, এই যা। পুরোটাই নির্ভর করছে লোকসভার স্পিকারের সুবিধা, অসুবিধার উপর।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen