তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তিনি যোগ দেন ঘাসফুল শিবিরে।

September 18, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তিনি যোগ দেন ঘাসফুল শিবিরে।

 শুক্রবার সন্ধ্যা বেলায় বাবুল সুপ্রিয় নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কেন্দ্রের তরফে। ঘোষণা করা হয় বাবুলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে । জল্পনা চলছিল তখন থেকেই।
বাবুল সুপ্রিয় ও অভিষেক ব্যানার্জী, ছবি সৌজন্যে- টুইটার

শনিবারের দুপুরে আচমকাই তৃণমূলে যোগ দিলেন আসানসোলের দু-দু বারের এই বিজেপি সাংসদ তথা মোদী সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময়ে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন।

 অগাস্ট মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করে বাবুল সুপ্রিয় জানিয়ে দিয়েছিলেন তিনি আর রাজনীতিতে থাকবেন না। কিন্তু তার মানে যে তৃণমূল গমন তা অতি বড় রাজনীতিবিদও বুঝতে পারেননি।
বাবুল সুপ্রিয় ও অভিষেক ব্যানার্জী, ছবি সৌজন্যে- টুইটার

জানা যাচ্ছে, এই খবর পেতেই উদ্যোগী হয়ে উঠেছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। একের পর এক বিজেপি নেতা কর্মী, বিধায়ক ও আজকে সাংসদের দল ছাড়ার পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ওপর এবার অনেকেই আঙুল তুলবেন, এটা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen