প্রাক্তন বিজেপি কর্মী কে চড় মারলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়!
টনা সামনে আসতেই উত্তাল রাজনৈতিক মহল।

ঔদ্ধত্যের জন্যে আরো একবার শিরোনামে বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। এক বিজেপি (BJP)কর্মীর ওপর চড়াও হয়ে তাকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। পুরো ঘটনাটি রেকর্ড করেন এক টেলিভিশন চ্যানেলের চিত্রসাংবাদিক।
সেই বিজেপি কর্মী বাবুলকে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করেন। আর তাতেই চোটে যান মন্ত্রী।
সাংবাদিক যখন কেন্দ্রীয় মন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তখন মন্ত্রীর সুরক্ষায় থাকা জওয়ানরা সেই সাংবাদিককে জেরা করা শুরু করে। তার থেকে জোর করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
পরে সেই সাংবাদিকের ফোন থেকে ভিডিও ডিলিট করিয়ে তাকে ফোন ফেরত দেওয়ার অনুমতি দেন বাবুল সুপ্রিয়।
ঘটনা সামনে আসতেই উত্তাল রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে এ কেমন রাজনীতি, এ কেমন ক্ষমতার অপব্যবহার? কিসেরই বা এত ঔদ্ধত্ব?