মালভল্লির খরস্রোতা খাল থেকে চার দিনের প্রাণপণ লড়াই শেষে উদ্ধার হস্তিশাবক

November 20, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৬: মাণ্ড্য জেলার মালভল্লি তালুকের শিবনাসমুদ্রের কাছে খরস্রোতা সেচখালে টানা চার দিন আটকে থাকা একটি হস্তিশাবকের জীবন বাঁচাল বনদপ্তর। জল খেতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায় শাবকটি। প্রবল স্রোত আর পিচ্ছিল তলদেশের কারণে সে এক জায়গায় আটকে পড়ে ছিল দীর্ঘসময়।

সোমবারও বনকর্মীরা হাতিটিকে তুলতে পারেননি। কারণ সেদিন খালের জলস্তর বেড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার পরিস্থিতি পাল্টায়। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশের ওই খালের জলস্তর নামানো সম্ভব হয়। তখনই শুরু হয় বৃহৎ পরিসরের উদ্ধারকাজ।

অভিযানের শুরুতেই বনকর্মীরা হাতিটিকে খাবার দেয় এবং নিরাপদে তুলতে হালকা ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগ করে। তারপর বিশেষভাবে তৈরি একটি শক্তপোক্ত কন্টেনারের ভিতরে তাকে বাঁধা হয়। বেঙ্গালুরু থেকে আনা হয় একটি হাইড্রোলিক ক্রেন। সেটির সাহায্যে শাবকটিকে ধীরে ধীরে খাল থেকে ওপরে তোলা হয়—শেষ হয় টানা কয়েক দিনের দুশ্চিন্তা।

এই বিশাল অভিযানের ছবি ও ভিডিও এক্স-এ শেয়ার করেন ভারতীয় বনসেবা কর্মকর্তা প্রভীন কাসওয়ান। তিনি লিখেছেন, “শতাধিক কর্মীর প্রচেষ্টায় এই হস্তি শাবকটিকে বাঁচানো সম্ভব হয়েছে। সত্যিই অসাধারণ কাজ।”

তিনি আরও জানান, পুরো উদ্ধারকাজটি দুই দিন ধরে চলেছে এবং প্রতিটি ধাপে ছিল আলাদা ধরনের সমস্যা। “প্রতিটি উদ্ধারই আলাদা। তারা তো স্বেচ্ছায় সহযোগিতা করে না। তা সত্ত্বেও দলের ধৈর্য আর পরিশ্রমই শাবকটির জীবন রক্ষা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen