এক সপ্তাহেই মোহভঙ্গ! বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান বাচ্চু

এদিকে বিজেপিতে যোগদানের সপ্তাহ ঘুরতে চললেও কেউ কোনও খোঁজ-খবর না নেওয়ার অভিমানে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা।

March 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এখনও সপ্তাহ ঘোরেনি। বিজেপিতে (BJP) যোগ দেওয়ার মাত্র ৬ দিনের মধ্যে মোহভঙ্গ। নিজের ঘর তৃণমূলে (TMC) ফিরতে মরিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা (Bachu Hansda)। টিকিট না পাওয়ার অজুহাতে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ছিলেন। এবার যোগ্য সম্মান না পাওয়ার ফিরিস্তি দিয়ে ফের তৃণমূলের পথে বাচ্চু হাঁসদা।

বিজেপি সম্পর্কে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদার মূল্যায়ন, “বিজেপিতে যোগদান করার পর যোগ্য সম্মান ও মর্যাদা পাইনি। এমনকি যোগদানের ৬ দিন পেরিয়ে গেলেও জেলা নেতৃতত্বের কেউ যোগাযোগ করেনি।”

জানা গিয়েছে আজ, বুধবার তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি গৌতম দাস ও রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের হাত ধরেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি-সহ অন্যান্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বাচ্চু হাঁসদা।

গত ১০ মার্চ হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরে গিয়ে গেরিয়া শিবিরে যোগদান করেন বাচ্চু হাঁসদা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নেন বাচ্চুবাবু। এবারে তপন বিধানসভা থেকে তৃণমূলের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যোগ দিয়েছিলেন বিজেপিতে।

এদিকে বিজেপিতে যোগদানের সপ্তাহ ঘুরতে চললেও কেউ কোনও খোঁজ-খবর না নেওয়ার অভিমানে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করতে চলেছেন বাচ্চু হাঁসদা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen