দুঃসংবাদ! Mount Everest শৃঙ্গ জয় করে মৃত্যু রানাঘাটের সুব্রতর, অসুস্থ রুম্পা

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখেন দুই বাঙালি রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস ও সুব্রত ঘোষ।

May 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫ সালে এভারেস্টে পা রাখলেন দুই বঙ্গসন্তান। রানাঘাটের রুম্পা দাস ও সুব্রত ঘোষ। তাঁদের এই সাফল্যে গর্বে উজ্জ্বল গোটা বাংলা। কিন্তু এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই দুখেঃর খবর। সকালে মিলল মৃত্যুর খবর। নামার পথে মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের। অন্যদিকে, চূড়ায় পৌঁছেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রুম্পা। তাঁকে উদ্ধারের কাজ চলছে।

পর্বতআরোহী সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাসেক খানেক আগে রানাঘাটের আরেক বাসিন্দা রুম্পা দাসের সঙ্গে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের দুই পর্বতারোহীই বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বন্যা বয়তে থাকে। কিন্তু সকাল হতেই মিলল দুঃসংবাদ।

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখেন দুই বাঙালি রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস ও সুব্রত ঘোষ। তবে শৃঙ্গজয় করলেও অসুস্থ হয়ে পড়েন রুম্পা। এই গ্রপের সঙ্গে থাকা ফিলিপিন্স এর অভিযাত্রী ফিলিপ সেন্টিগোর দুঃখজনকভাবে মৃত্যু হয়েছে এদিন সকালে।

রুম্পার জন্য এটি ছিল দ্বিতীয়বারের এভারেস্ট অভিযান। এর আগে ২০২১ সালে কৃষ্ণনগরের ‘ম্যাক’-এর সদস্য হিসেবে তিনি অংশ নিয়েছিলেন এভারেস্ট অভিযানে। সেবারও মাঝপথে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ফিরে আসতে হয়। সেবার তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

২০২২ সালে পিয়ালি বসাক সর্বশেষ বাঙালি হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন। এরপর তিন বছর কেটে গেলেও কোনও বাঙালি এভারেস্টে ওঠেননি। সেই শূন্যস্থান পূরণ করলেন রুম্পা ও সুব্রত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen