অগ্নিমিত্রার কুকথা, পাল্টা দিলেন সায়নী

একুশের নির্বাচন ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিদিন কুকথার বন্যা।

April 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একুশের নির্বাচন ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিদিন কুকথার বন্যা। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। নির্বাচনে হেরে কন্ডোমের দোকান দেবেন সায়নী (Sayoni Ghosh), নাম না করে তির বিঁধলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। তাঁর এমন মন্তব্য ঘিরে নিন্দার ঝড়।

তিনি বলেন, ‘উনি তো রাজনীতি জানেননা। না জানাই স্বাভাবিক, কারণ এতদিন সিনেমা করে এসেছেন। এরপর দোসরা মে ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও প্রফেশনে যাবেন বা হয়ত সিনেমাটাই করবেন।’

অগ্নিমিত্রার এই আক্রমণে চুপ করে থাকেননি আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। পাল্টা মন্তব্য করে তিনি বলেন, ‘অগ্নিমিত্রা পাল এই ধরনের কথা বলে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন । নিজের বংশপরিচয় দিচ্ছেন এবং তাঁর বেড়ে ওঠা কীভাবে তা বোঝাচ্ছেন। যত দিন যাচ্ছে তত প্রকাশ্যে আসছে যে অগ্নিমিত্রা পাল কত নিম্নমানের রাজনীতিবিদ। উনি আমায় বাচ্চা বলতেন, আমার থেকে এত সিনিয়র হয়েও কীভাবে এই মন্তব্য করছেন জানি না। আমি এই বিষয় নিয়ে মন্তব্য করে নিজেকে নিচে নামাতে চাই না। ‘

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen