দীপাবলি মানেই নিত্যনতুন বাজি! কোনগুলো মাতাচ্ছে বাজার?

মেলার মাঠে মোট আটটি দোকান বসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতারা নতুন বাজি খুঁজছেন।

October 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলি উপলক্ষ্যে বাজির সম্ভার নিয়ে মাথাভাঙা মেলার মাঠে বাজি বাজার শুরু হয়েছে। রবিবার রাত থেকে বাজার শুরু হয়েছে। নতুন মডেলের বাজি ক্যাসিনো, ললিপপ, লাট্টু, ফটোফ্লাস, জেমস বন্ড, সেলফি প্লাস নিয়ে দোকান সাজিয়েছেন বাজি বিক্রেতারা। বাজি কিনতে ভিড় করছেন ক্রেতারা। মেলার মাঠে মোট আটটি দোকান বসেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতারা নতুন বাজি খুঁজছেন। আগামী দু’দিনে ব্যাপক বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।

একেবারে নতুন আইটেম ক্যাসিনো বাজি। আগুন লাগানোর পর পুরো ৩২ সেকেন্ড ধরে আলো ছড়াবে ক্যাসিনো বাজি। ফটো ফ্লাস বাজিতে আগুন লাগানোর পর ক্যামেরার ফ্লাসের মতো আলো ছড়াবে। ললিপপের আকারের বাজি কিনতে বেশি ভিড় করছেন খুদেরা। সেলফি প্লাস, সেলফি ক্যামেরার ফ্লাসের মতো আলো ছড়াবে।

গত বছরে ভালো বিক্রি হওয়ায় এবার বাজি ব্যবসায়ীরা দোকান বসিয়েছেন। মাঠের মাঝখানে বাজার বসায় দুর্ঘটনার আশঙ্কাও থাকছে না। থানার সামনে বাজারটি বসায় পুলিশ কর্মীরা সেদিকে নজর রাখছেন। দিনভর ক্রেতারা ভিড় জমিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen