ভ্যালেন্টাইন্স ডে-তে নজরদারি বজরং দলের! যুগলদের হেনস্থার হাত থেকে সুরক্ষিত রাখতে উদ্যোগী তৃণমূলের আইটি সেল

দৃষ্টিকটু অবস্থায় কোনও যুগলকে দেখা গেলে তাদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে।

February 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভালবাসার উদযাপনেও নজরদারি? আজ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসা উদযাপনের কোনও বিশেষ দিন হয় না একথা ঠিক। কিন্তু বছরের এই দিনটি প্রেমিক-প্রেমিকাদের কাছে অত্যন্ত স্পেশাল। আর তার ঠিক আগেই বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নাম করে লেখা ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে বলা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে-র দিন খোলা জায়গায় কোনও যুগলকে যেন দেখা না যায়। দৃষ্টিকটু অবস্থায় কোনও যুগলকে দেখা গেলে তাদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে।

ফেসবুকে যে ছবি ঘুরে বেড়াচ্ছে সেখানে লেখা রয়েছে, ‘১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উৎসব ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। আগামী নির্বাচনের পর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে ও বাঙালি যুবক-যুবতীদের চরিত্রের উন্নতির জন্য নানা ইতিবাচক পদক্ষেপ করা হবে।’

এ দিকে, এই ভাইরাল পোস্টারের পাল্টা একটি বিবৃতি দিয়ে যুগলদের হেনস্থার হাত থেকে সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে তৃণমূলের আইটি সেল। দলের নেতা দেবাংশু ভট্টাচার্য একটি পোস্ট করে লেখেন, ‘বজরং দল কিংবা বিজেপির অন্যান্য উচ্চিংড়ে কোনও সংগঠন প্রেমিক-প্রেমিকাদের বিরক্ত করতে এলে তাঁদের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন আমাদের আইটি উইংয়ের ছেলেরা।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen