সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চার পদক জয় বঙ্গতনয়া প্রতীতির

আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে চার চারটে সোনা জিতলেন শিলিগুড়ির টেবিল টেনিস খেলোয়াড় প্রতীতি পাল।

April 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে চার চারটে সোনা জিতলেন শিলিগুড়ির টেবিল টেনিস খেলোয়াড় প্রতীতি পাল। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছেন তিনি। আন্তর্জাতিক আসরে টেবিল টেনিসে ভারতে এক সঙ্গে চারটি সোনার পদক জয়ের নজির এই প্রথম।

২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল নেপালের কাঠমান্ডুতে। ভারতীয় দলের হয়ে শিলিগুড়ির টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী প্রতীতি পাল অনূর্ধ্ব-১৫ বিভাগে অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় প্রতীতি দলগত, ডাবলস, মিক্সড ডাবলস এবং সিঙ্গেলসে সোনার পদক জয় করেছে। অনূর্ধ্ব-১৫ দলগত বিভাগে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দলে ছিলেন প্রতীতি। আরুষী নন্দীকে সঙ্গে নিয়ে প্রতীতি ডাবলসে সরাসরি ৩-০ সেটে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অর্থভা নবরঙ্গির সঙ্গে জুটি বেঁধে সরাসরি ৩-০ সেটে পাকিস্তানকে হারিয়ে মিক্সড ডাবলসে সোনা পেয়েছে প্রতীতি।

মঙ্গলবার নেপালের কাঠমান্ডু থেকে ফিরেছেন প্রতীতি পাল। শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অনেকেই। মেয়ের সাফল্য খুশি বাবা পার্থসারথী পাল, মা সোমা পাল, ঠাকুমা গোপা পাল। সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এবার অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে ৬টি দেশের মোট ৮৫ জন প্যাডলার অংশ নিয়েছিলেন। ভারতের ঝুলিতে এসেছে মোট ১৩টি সোনার পদক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen