ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে গান বাঁধল বাংলা ব্যান্ড

গানের মাধ্যমে সমাজ সচেতনতা একটি অন্যতম কার্যকরী পথ।

September 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে বিজেপি সরকারের সিদ্ধান্তে আন্দোলনে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো। এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে গান বাঁধল বাংলা ব্যান্ড ‘শব্দ গল্প দ্রুম’। তাদের প্রথম অ্যালবাম ‘আমরা ক্রমশ’তেই রাখা হয়েছে গানটিকে। মঙ্গলবার অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে শহরের একটি ক্যাফেতে।

কেন্দ্রীয় সরকারের ব্যঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে গানটিতে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনসের তরফে স্পনসর করা হয়েছে গানটিকে।

গানের মাধ্যমে সমাজ সচেতনতা একটি অন্যতম কার্যকরী পথ।

নতুন প্রজন্ম সেই কাজেই এগিয়ে এসেছে। ব্যাঙ্কের সংগঠন তাঁদের পাশে আছে। ব্যন্ড সদস্য রাহুল পাল বলেন, বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতা প্রয়োজন। তাই এই গানের মাধ্যমে সেই বক্তব্যকেই ফুটিয়ে তোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen