সন্তোষ ট্রফিতে সিকিমকে হারিয়ে মূল পর্বে বাংলা

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে বাংলা। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ এলেও সেটা হাতাছাড়া করেন বাংলার ফুটবলাররা।

November 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সন্তোষ ট্রফির(Santosh Trophy)মূল পর্বে চলে গেল বাংলা(Bengal)। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে সিকিমকে ১-০ গোলে হারাল রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন দিলীপ ওরাঁও।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বাংলা। এদিন ম‍্যাচের প্রথম থেকেই সিকিমকে চাপে রেখেছিল বাংলা। প্রথম থেকেই একের পর এক আক্রমণের ঝড় তোলে রঞ্জন ভট্টাচার্য্যের দল। ম্যাচের শুরুতেই বক্সের মধ্যে দিলীপ ওরাওকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলা। তবে সেই  সহজ সুযোগ মিস করেন মহিতোষ রায়। এরপরই আক্রমণ বজায় থাকে বাংলা দলের। যার ফলে ৪২ মিনিটে তুহিন দাসের সেন্টার থেকে গোল করেন দিলীপ ওরাও।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে বাংলা। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ এলেও সেটা হাতাছাড়া করেন বাংলার ফুটবলাররা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়েন রঞ্জন ভট্টাচার্য্যের দল। আগামী ৫ জানুয়ারি কেরলে নক আউট রাউন্ডে খেলতে নামবে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen