‘বাংলা মোদের গর্ব’ পর্যটন উৎসব ডিসেম্বরে বিভিন্ন জেলায়

সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্রের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে এই উৎসব, দাবি দপ্তরের কর্তাদের।

December 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার দ্বিতীয় ঢেউ থেকে এখনও মুক্তি মেলেনি। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার নতুন অবতার ওমিক্রন। তবু এবারের শীতকে উৎসব মুখর করতে উদ্যোগী হয়েছে পর্যটন দপ্তর। রাজ্যের সবক’টি জেলায় শুরু হচ্ছে সংস্কৃতি আদান-প্রদানের অন্যতম উৎসব ‘বাংলা মোদের গর্ব’।

সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্রের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে এই উৎসব, দাবি দপ্তরের কর্তাদের। আম জনতাকে তৎক্ষণাৎ প্রশাসনিক পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে জেলাভিত্তিক উৎসবে জোর দিতে চালু হয়েছে ‘বাংলা মোদের গর্ব’ উৎসব। এবারও ডিসেম্বর মাসকেই এই উৎসবের জন্য পাখির চোখ করছে রাজ্য।

ফাইল চিত্র

সবক’টি জেলায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে পর্যটন দপ্তর। দপ্তরের কর্তারা বলছেন, এক জেলায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই দিন তিনেকের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে বিখ্যাত শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন আঞ্চলিক শিল্পীরাও। প্রতিটি জেলার যে নিজস্ব সংস্কৃতি ও লোকশিল্প আছে, তাকে তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen